বাংলাদেশ সিএজি'র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ | ১২ মে ২০২৫, ১৬:০৫

গাজীপুরের কালিয়াকৈর বাংলাদেশের কন্ট্রোলার এন্ড অডিটরস জেনারেল( সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১২ মে) উপজেলা হিসাবরক্ষণ অফিস এ দেশের সেবার আয়োজন করেন। হিসাব রক্ষণ অফিস চত্বরে আয়োজিত বিশেষ সেবা আজ থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। উপজেলা হিসাব রক্ষণ অফিসার নাছিরা সুলতানা জানান সারা বছরের ন্যায় এই অফিস থেকে যে সকল সেবা প্রদান করা হয় ওই সেবা গুলিকেই দ্রুত সময়ে সম্পন্ন করে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
এই সেবা কার্যক্রমে লোকজন যে সমস্ত সেবা পাবেন তা হলো পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন এ্যাপ, ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কলসেন্টার ও ওয়েবসাইট, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ) বিষয়ক পরামর্শ প্রদান। এছাড়াও পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয়, পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি, ডিডিওগণ কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তন বিষয়ক সেবা সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি, আইবাস++ সংক্রান্ত অন্যান্য সেবাসমূহ প্রদান করা হয়।
এসময় সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত সেবা নিতে আসা সেলিনা বাছেত, বান্দরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মমতাজ বেগম, বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন অবসরপ্রাপ্ত সদস্য আকরাম শেখসহ অন্যান্যরা জানান বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে তারা কয়েক মিনিটের মধ্যেই সেবা পেয়েছেন। এতে তারা উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাসহ ও অফিসের সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।