সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ | ১২ মে ২০২৫, ১৭:২৭

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
ছবি: প্রতিকী

পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মারুফ পৌর সদরের শশদিয়া গ্রামের লিটন প্রামানিকের ছেলে। ঘটনাটি  ঘটেছে সোমবার ১২ মে সকাল ১০টায়।

জানা যায়, এদিন সকালে মারুফ রাজমিস্ত্রির কাজ করতে দৌলতপুর গ্রামের ছিদ্দিক মীরের বাড়িতে যায়।

বাড়ির বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারনে ঘরের প্রবেশ করার সময় (মারুফ) বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়ে ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় গৃহকর্তা ছিদ্দিক মিরের স্ত্রী স্বপ্না খাতুন (৬২)  আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।