দামুড়হুদায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
প্রকাশ | ১২ মে ২০২৫, ১৮:৪২

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনে দুপুরে প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সি এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছেছে।
নিহত রিশাদ আলি দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায় ঐদিন দুপুর আড়াইটার দিকে ছয়ঘরি গ্রামের কাজি পাড়ায় রাস্তারপাশে মোঃ বাইতুল্লার ছেলে মোঃ হযরত আলির সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিশাদ আলি এর সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোঃ হযরত আলির হাতের হাসুয়া দিয়ে রিশাদ আলিকে গলায় কোপ মেরে হত্যা করে পালিয়ে যায়।
গ্রামবাসি সাংবাদিকদের জানান মোঃ হযরত আলি একজন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
দর্শনা থানার ওসি মোঃ শহিদ তিতুমির জানান মার্ডার হযেছে। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। মুল আসামি হযরতকে আটক করতে পুলিশ কাজ করছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তদন্ত ছাড়া কিছু বলা যাবেনা। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা (সার্কেল) সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা।
ঘটনাস্থলে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা পরিদর্শন করেন।