মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সভা

প্রকাশ | ১২ মে ২০২৫, ১৯:১৬

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা। ছবি: যায়যায়দিন

মাদারীপুরে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় মাদারীপুরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্নী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।