মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ নিহত ১ 

প্রকাশ | ১৩ মে ২০২৫, ১৪:২১

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি নামক স্থানে টাইলস বোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ আহত ২ জন।

স্থানীয় ও এলাকাবাসী জানায়, টাইলস্ বোঝাই একটি ট্রাক সিলেট থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলো। মঙ্গলবার উপজেলার পাইককান্দি নামক স্থানে আসলে মাগুরা থেকে আসা মাইক্রোবাসে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই শুক্লা রায় (৩৫) নারী নিহত হয়। এতে আহত হয়েছে প্রায় ২ জন। নিহত শুক্লা রায় মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। নিহত শুক্লা রায় চিকিৎসার জন্য আড়পাড়া থেকে ফরিদপুর যাচ্ছিলেন।

করিমপুর হাইয়ের থানার ওসি মো: সালাউদ্দিন বলেন, টাইলস্ বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে এতে ২ জন আহত হয়েছে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এসএম