বরুড়ায় ফসলী জমির মাটি কাটায় অর্থদণ্ড
প্রকাশ | ১৩ মে ২০২৫, ১৭:৩৯

কুমিল্লার বরুড়ায় কৃষি জমি নষ্ট করে ড্রেজারে মাটি উত্তোলনের অপরাধে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টায় বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়ন, সিঙ্গাচো গ্রামে কৃষি জমি নষ্ট করে মাটি উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুইটি মামলায় মোঃ হাছান ও বাচ্চু মিয়া নামের দুই ব্যাক্তিকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে মুসলিমা। এসময় সংগীয় ফোর্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি তিনি অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সুশীল সমাজের প্রতিনিধি সহ সকলের সহযোগিতা চেয়েছেন।