ভূঞাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রকাশ | ১৩ মে ২০২৫, ১৯:৩৮

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ওই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান। 

ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাছান মামুন, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহŸাহক রাজিব হোসেন কফিল প্রমুখ।

ভূঞাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।