মুকসুদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে সেমিনার
প্রকাশ | ১৩ মে ২০২৫, ১৯:৫২

"খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ মে) গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে একটি জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে সকাল ১১টায় অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মুন্নি খাতুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামীম হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আফলাতুন আক্তার আসমা এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাংবাদিক কাইয়ুম শরীফ, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফিন মুক্তা এবং সদস্য পরেশ বিশ্বাস।
সেমিনারে মুকসুদপুর সদর বাজারের হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টান্ন ভাণ্ডার ও বেকারির ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং জনস্বাস্থ্যের জন্য তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।