স্কুল ও শিক্ষক নিয়ে কুরুচিপূর্ন স্ট্যাটাস, পরীক্ষার্থীকে জখম
প্রকাশ | ১৩ মে ২০২৫, ১৯:৫৭ | আপডেট: ১৩ মে ২০২৫, ২০:২৪

কক্সবাজারের কুতুবদিয়ায় স্কুল এবং প্রধান শিক্ষককে নিয়ে ফেসবুক স্ট্যাটাস এর বিরোধের জের ধরে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিক্ষার্থীরা এসএসসি পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গাড়িতে ইট-পাটকেল মারেছে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা।
এতে, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী রিপা আক্তার আহত হয়েছেন। পরে, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৩ মে ) দুপুরে মেডিকেল গেইটের সামনে এ ঘটনা ঘটেছে।
এবিষয়ে, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, ফেসবুক স্ট্যাটাস দিয়ে স্কুল এবং আমাকে নিয়ে গালিগালাজ করেছে একজন এসএসসি পরিক্ষার্থী। এতে,স্কুলের শিক্ষার্থীরা ফেসবুক স্ট্যাটাসটি পেয়ে ক্ষিপ্ত হয়ে গাড়িতে হামলা করেছে। এবিষয়টি নিয়ে ইউএনও স্যার আটটায় ডেকেছে বলে জানান এ শিক্ষক।
অন্যদিকে, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোরশেদ আলম অভিযোগ করে জানান, পরিক্ষার কক্ষে পরিক্ষার্থীদের অতিরিক্ত চাপাচাপি করার কারণে এক পরিক্ষার্থী গালিগালাজ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এটা দেখে প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সাথে কথা বলেছি এবং ঐ পরিক্ষার্থী ক্ষমা চেয়েছে প্রধান শিক্ষককের কাছে। আবার কিছু শিক্ষক চক্রান্ত করে বাড়ি ফেরার পথে গাড়িতে শিক্ষার্থীদের দিয়ে আবার হামলা চালায়। এঘটনার নিন্দা জানাই এবং সেইসাথে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানান,ঘটনাটি নিয়ে দুইস্কুল প্রধানকে ডাকা হয়েছে। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।