মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ | ১৩ মে ২০২৫, ২০:২৫ | আপডেট: ১৩ মে ২০২৫, ২০:২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা বেগম।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলা মধ্যেম মঘাদিয়া আমতলী এলাকার মতিউর রহমান কামলা বাড়িতে এ দূর্ঘটনার ঘটে।
নিহত ফিরোজ ওই বাড়ির মো. শোকর হোসেনের সন্তান।
প্রত্যক্ষদর্শী মো. আরিফ জানান, ঘরে মোটরের পানি উঠানোর সময় বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় ফিরোজ। পরে তার স্ত্রী ফিরোজকে বাছাতে গেলে বিদ্যুৎের সক খায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী তারজিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায় দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজু সিংহ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় ফিরোজ নামের একজনকে হাসপাতালে স্বজনরা নিয়ে আসে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।