বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

রাজস্থলীতে  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিদায় সংবর্ধনা 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ২০:২৮
রাজস্থলীতে  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিদায় সংবর্ধনা 
ছবি: যায়যায়দিন

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩য় শ্রেণি সরকারী কর্মচারী কল্যাণ সংঘের আয়োজনে সরকারি কর্মচারীর মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলা ৩য় শ্রেণি সরকারি কর্মচারী বিনোদন ক্লাবের উদ্যাগে ক্লাব মিলনায়তনে উপজেলা ৩য় শ্রেণি সরকারী কর্মচারী কল্যাণ সংঘের সভাপতি মুইচিংমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও) সজীব কান্তি রুদ্র।

1

৩য় শ্রেণি সরকারী কর্মচারী বিনোদন সংঘের সাধারণ সম্পাদক উজ্বল চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কুষি কর্মকর্তা শাহরিয়ার বিশ্বাস, সাংবাদিক আজগর আলী খান,বাজার মডেল সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, সোনালী ব্যাংক ম্যানজার ত্রিপাটি চাকমা। অনুষ্টানে ক্লাবের সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে