বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে জুলাইযোদ্ধা পরিবারের মাঝে চেক বিতরন

বাকেরগঞ্জ  (বরিশাল) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ২১:২২
বাকেরগঞ্জে জুলাইযোদ্ধা পরিবারের মাঝে চেক বিতরন
ছবি: যায়যায়দিন

জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত পরিবারের মাঝে সরকার কর্তৃক আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ আহতদের হাতে অনুদানের চেক তুলে দেন।

1

অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার ২৯জন আহত পরিবারকে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এসময় বাকেরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আহতদের মাঝে চেক বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, আপনাদের সাহসিকতা ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট পতন হয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়তো সেটা ফেরত দিতে পারব না, তবে সরকার ও উপজেলা প্রশাসন সুখে-দু:খে সবসময় জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের পাশে থাকবে-এটা প্রতিজ্ঞা করছি।

তিনি আরও বলেন, সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে 'সি' ক্যাটাগরীতে আহত ২৯ জনের পরিবারের মাঝে ১ লক্ষ টাকা করে মোট ২৯ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জুলাই আন্দোলনের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন , আপনাদের যেকোনো বিপদে আপদে সরকার ও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আন্তরিকতার সাথে পাশে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে