কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় পদ্মা নদীর তীরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে “জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে“ শ্লোগানে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতা মুলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল হাই সিদ্দিকী। জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক, আরিফুল ইসলাম প্রমুখ। সচেতনতা মুলক সভায় সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যগণ, শিক্ষক, মৎস্যজীবি, মৎস্য বিক্রেতাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।