ঘাটাইলে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৭:৫৩

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪মে) সকাল ১০টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ই্উএনও) মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ(তয়পর্যায়)প্রকল্পের সমন্বয়কারী মোঃ সুমন অংশগ্রহনকারীদের বিভন্ন প্রশ্নের উত্তর দেন এবং নথি ব্যবস্থাপনা সম্পর্কেও আলোচনা করা হয়।
কর্মশালায় ১৪টি ইউনিয়নের হিসাব সহকারী কম্পিাউটার অপারেট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।এ ছাড়া প্রতিটি ইউনিয়নে সপ্তাহে একদিন করে কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদা করেন।