ঘোড়াঘাটে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত 

প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৭:৫৫

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি - ইইউ প্রকল্পের আওতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় ওসমানপুর পিপিইপিপি - ইইউ প্রকল্প ইউনিট অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্প হতে মোট ১৫০ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়, প্রায় ৩০ জনকে বিনামূল্যে চশমা এবং ২৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন এর ব্যবস্থা করা হয় ।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন,সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ সৈকত। 

এসময় উপস্থিত ছিলেন,এরিয়া ম্যানেজার আব্দুল ওহাব, প্রকল্প ইউনিট প্রধান মাসুদ রানা, সহকারি শাখা ব্যবস্থাপক এবিএম শাহজামাল, স্বাস্থ্য পরিদর্শক বিমল চন্দ্র চক্রবর্তী,সহকারি কারিগরি কর্মকর্তা মো. ফারুক হোসেন,মেমি বানু, দীপক চন্দ্র রায়সহ প্রমূখ।