বজ্রপাতের আগুনে গোডাউনসহ তুলা পুড়ে ছাই!

প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৭:৫৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকল কর্মীরা: ছবি যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৪ মে) দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় সবুজ ভূঁইয়ার তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুপুরের প্রচন্ড দাবদাহে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি পড়তে থাকে। 
এ সময় আকাশে বিদ্যুৎ চমকালে একটি বজ্রপাতে সবুজ ভূঁইয়ার ওই তুলার গোডাউনে আগুন লাগে। 
স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু নিয়ন্ত্রন না হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। এর পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গোডাউনের মালিক সবুজ ভূঁইয়া বলেন, বৃষ্টির মধ্যেই হঠাৎ বজ্রপাতে গোডাউনে আগুন লাগে। 
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 
তার দাবি, এ ঘটনায় তার কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, বজ্রপাত থেকে আগুনের সূত্রাপাত হয়েছে। এতে একটি টিন শেট ঘর তুলাসহ পুড়ে গেছে।
আগুনের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা। 
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

যাযাদি/এল