ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা
প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৮:৪৮

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয় ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।
মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৪০-৫০জনকে অভিযুক্ত কা হয়।
গত সোমবার (১২ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরান হাসান আরিফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বশির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মারুফ হাসান নটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল হাসান বিপ্লব, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইমরান হোসেন রানাসহ ১৮ জনের নামসহ আরও অজ্ঞাত ৪০-৪৫জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে।
ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (প্রশাসন) শফিকুল ইসলাম, বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ আনিত অভিযুক্তদের ধরতে মাঠে অভিযান অব্যহত রেখেছে।
যাযাদিন/এল