দুমকিতে ভুয়া দুই র্যাব সদস্য আটক
প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৯:৪৯

দুমকিতে ভুয়া দুই র্যাব সদস্য আটক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে আল আমিন দুয়ারি (৪৫) ও তারেক বেপারি (৪২) নামে দুই ভুয়া র্যাব সদস্য থানা পুলিশের হাতে আটক হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসে পাঁচ থেকে সাতজন যাত্রী ছিলেন।
মাইক্রোবাসটি পায়রা লেবুখালী সেতুর টোল প্লাজা এলে মাইক্রোবাসটি তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয়—দুইটি অত্যাধুনিক পিস্তল সাদৃশ্য, পুলিশের হ্যান্ডকাপ, তিন সেট র্যাবের পোশাক, পাঁচটি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি, গাড়ির দুটি নম্বরপ্লেট, প্লাস, স্ক্রু ড্রাইভার এবং অন্যান্য ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।
ধৃত আল আমিন দুয়ারি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের মৃত বারেক দুয়ারির ছেলে, এবং তারেক বেপারি বি. বাড়িয়ার নবীনগর উপজেলার কাশেম বেপারির ছেলে।
তাদের বিরুদ্ধে বাউফল ও নবীনগরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলা রুজুর পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।