চৌহালী উপজেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশ | ১৪ মে ২০২৫, ২০:০২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চৌহালী উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলায় পর্যায়ের এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমান ।
খেলাধুলার সামগ্রীর মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন গ্রামীণ ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় । জেলা প্রশাসক থেকে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী চৌহালী উপজেলার ২৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয় ।
তৃণমূলের স্কুল, প্রতিষ্ঠান এবং ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করতে উপজেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
এসময় চৌহালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, শিক্ষক ইদ্রিস আলী, গোলাম মোস্তফা ও আলী আকবর প্রমুখ।