ভাঙ্গুড়ায় কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ 

প্রকাশ | ১৪ মে ২০২৫, ২০:১১

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

 পাবনার ভাঙ্গুড়ায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪মে) ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার কৃষিবিদ এফ. এন.কামারুম মুনিরা। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমিন জাহান-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন,পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক নূরে আলম সিদ্দীকি। বিশেষ অতিথির বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমিন জাহান তার বক্তব্য বলেন, ভাঙ্গুড়া কৃষি সম্প্রসারণ বিভাগ সকল কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে উপজেলায় ১২টি কৃষক পার্টনার স্কুল হয়েছে। এতে ২৫জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য করা হয়েছে। 

উপসহকারী কৃষিকর্মকর্তা মোঃ সোহেল রানার পরিচালনায়  পার্টনার কংগ্রেস অনুষ্ঠানটি সরাসরি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন,বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মাসুদ রানা।

এসময় উপস্থিত থেকে পার্টনার কংগ্রেস এর ১০ডিজির এর কর্মসূচির আলোকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এ্যাডঃ মজিবর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সহকারী তারাবিয়াত সেক্রেটারী  অধ্যাপক আলী আছগার, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাইদুর রহমান দুলাল,উপজেলা সমবায় অফিসার কায়সার মোহাম্মদ রুহুল আমিন(অঃদঃ)' পি এফ এস মোঃ আসলাম আলী প্রমুখ। 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গনমাধ্যম কর্মি ও কৃষক-কৃষাণী সহ ৫ শতাধিক অংশ গ্রহণ করেন।

যাযাদি/ এম