বড়াইগ্রামে কৃষক-কৃষানীদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
প্রকাশ | ১৪ মে ২০২৫, ২০:১৮

নাটোরের বড়াইগ্রামে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ। অন্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, হোসনেয়ারা মীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগ সকল কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে উপজেলায় ২০টি কৃষক পার্টনার স্কুল হয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য করা হয়।
সভায় সাংবাদিক আশরাফুল ইসলাম, অহিদুল হক, সাইফুর রহমানসহ শতাধিক নির্বাচিত কৃষিক-কৃষানী, সুধী অংশ গ্রহন করেন।