নারায়ণগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যুনারায়ণগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ | ১৪ মে ২০২৫, ২০:২১

নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরব (১৪) মৃত্যুবরণ করেছে। সে উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরব বন্দর উপজেলার কাজীপাড়াস্থ কামড়াব এলাকার সৌদিআরব প্রবাসী আফজাল মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিরব স্কুল থেকে বাড়ি এসে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়। পরে স্কুল ছাত্রের নানা কবির হোসেন অনেক খোঁজাখোজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মদনপুর দি বারাকা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান বিষয়টি সম্পর্কে আমার জানা নেই।