পাইকগাছার দেলুটিতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
প্রকাশ | ১৪ মে ২০২৫, ২০:৩৫

খুলনার পাইকগাছার দেলুটিতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ মে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও তারুণ্যের খুলনা বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকালে উপজেলার দেলুটিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এ প্রস্তুতি সভার আয়োজন করে।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক।
বিশেষ অতিথি ছিলেন দেলুটি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি সুজিত কুমার মন্ডল,সাধারণ সম্পাদক সন্তোষ কুমার গাইন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমেদ গাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী ফয়সাল রাশেদ সনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম জোয়াদ্দার, রাজিব নেওয়াজ ও দেলুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ। বক্তব্য রাখেন আজহারুল ইসলাম, আব্দুল মজিদ সরদার,আসলাম পারভেজ,খানজাহান আলী খানজু গোলদার, গাজী মোহাম্মদ আলী, মাওলা হোসেন, আজহারুল ইসলাম, আলমগীর হোসেন, বিএনপি নেতা জিল্লুর গাইন, নূর ইসলাম, কামরুল ইসলাম, ইউসুফ বিশ্বাস, মিল্টন সরদার ,শরিফুল ইসলাম,নাজমুল হোসেন, শাহিনুর রহমান , মোজাহার গাজী ও মাসুম গাজী।