সাম্য হত্যার প্রতিবাদে দুমকিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৫:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫মে) সকাল ১১টায় সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুলইসলাম সাঈদ মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি, সরকারি জনতা কলেজ ছাত্রদলনেতা নাঈম মৃধা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার পরে দেশের একটি গুপ্ত সংগঠন তাকে ইভটিজার বানানোর অপচেষ্টা করেছিল, তারাই ঢাবির সম্যে হত্যার পরে তাকে মাদক সেবনকারী বানানোর অপচেষ্টা করছে, একইসাথে তারা কেন্দ্রীয় ছাত্রদলের নারী নেত্রীদেরকে নিয়ে অশোভন মন্তব্যে করে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এসকল গুপ্ত সংগঠনকে হুশিয়ারি করে বলতে চাই তারা বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে ছাত্রদল দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন ঢাবির ভিসি এবং প্রক্টর জামাত লালন পালন করে তাই তাদেরকে পদত্যাগ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে হবে।