এনবিআর অধ্যাদেশ বাতিলের জন্য পানগাঁও পোর্টে কলম বিরতি
প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৫:২৪ | আপডেট: ১৫ মে ২০২৫, ১৫:৪২

এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে সারাদেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার পোর্টে কলম বিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এর সাথে একমত পোষণ করেন পানগাঁও পোর্টে কর্মরত সি এন্ড এফ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে তারা পানগাঁও কন্টেইনার পোর্টের মুলগেটে অবস্থান করে রাজস্ব অধ্যাদেশ বাতিল ও টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় দাবি আদায় না হলে পরবর্তীতে এনবিআর-এর পক্ষ থেকে যে কোন কঠোর কর্মসূচি আসলে সেখানে একাত্মতা প্রকাশের ঘোষণা দেয়া হবে। এতে সি এন্ড এফ ব্যবসায়ীদের পক্ষে গোলাম মোস্তফা ও মুস্তাফিজুর রহমান বক্তব্য প্রদান করেন। তারা বলেন, এই অধ্যাদেশ বাতিল করে সংস্কার পরামর্শক কমিটির যে প্রতিবেদন ছিল, সেটি সামনে এনে ওই প্রতিবেদনের ওপরে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে দেশের ভালোর জন্য, রাজস্বের ভালো জন্য, মানুষের জন্য যে অধ্যাদেশ করা হবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই।
তারা আরও বলেন, আগামী ১৭ মে শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আমাদের এনবিআরে অধীনস্থ সকল দপ্তরে (আয়কর, কাস্টমস ও ভ্যাট) কলম বিরতি চলবে।