সদরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৫:৪৬

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ কর্মসূচী হয়।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায়  সদরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরপুর প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা ছাত্রদলের তুষার মাহমুদ, নজরুল কবির, মিজানুর রহমান সিনহা, ফয়সাল রাফি, মশিউর রহমান, সজীব মুন্সি ও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শামিম শিকদার, সদস্য সচিব হাসান সরদার, সিনিয়র সহসভাপতি ইকরামুল মোল্লা, সহ সভাপতি শাহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হেলাল সহ ছাত্রদলের আরও অনেকে।