সৈয়দপুরে ডাক্তারদের কোয়ার্টারগুলো দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে
প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৬:২২

নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালের ডাক্তারদের জন্য নির্মিত বহুতল ভবনের কোয়ার্টারগুলো দীর্ঘদিন থেকে পড়ে থাকায় দেওয়াল, ঘরের ভেতর-বাইরে ও বাউন্ডারি এলাকায় ময়লা-আবর্জনাসহ শ্যাওলা পড়েছে। পাশাপাশি কোয়ার্টারগুলোর এলাকা মাদকসেবীসহ জুয়াড়িদের অভয়ারণ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে কথা হলে ১০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. আরশাদ হোসেন জানান, বর্তমানে যে কয়জন ডাক্তার আমাদের হাসপাতালে কর্মরত রয়েছেন তারা এলাকারই ও আশেপাশের নিটকতম এলাকার হওয়ায় কোয়ার্টারে কেউ নেই।
তবে, করোনার সময় ও ডেঙ্গু’ রোগে আক্রান্তদের এখানে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমাদের হাসপাতালে নার্স-ব্রাদারদের জন্য যে কোয়ার্টারগুলো রয়েছে সেগুলোতে তাদের জায়গা সংকুলান না হওয়ায় তাদের থাকতে বলা হলেও তারাও থাকতে চান না কারণ, কোয়ার্টার ভাড়াতো ডাক্তারদের জন্য যে রেট তা’ দিতে হবে।