বাকেরগঞ্জে গ্ৰাম ডাঃ কল্যাণ সমিতির মতবিনিময় সভা
প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৮:১১

বরিশাল বাকেরগঞ্জে ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে উপজেলায় কর্মরত গ্ৰাম ডাক্তারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল দশটায় বাকেরগঞ্জ ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ ভরপাশা গ্ৰাম ডাঃ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় ও ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা গ্ৰাম ডাঃ কল্যাণ সমিতির সভাপতি শরিফ মিজানুর রহমান মিজান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এস এম নুরুল আমিন মাহবুব, উপজেলা গ্ৰাম ডাঃ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সুমন চন্দ্র রায় কানাই। রঙ্গশ্রী ইউনিয়ন গ্ৰাম ডাঃ কল্যাণ সমিতির সভাপতি ভিলেজ ডাঃ শফিকুল আজম, গারুরিয়া ইউনিয়ন গ্ৰাম ডাঃ কল্যাণ সমিতির সভাপতি ভিলেজ ডাঃ আলহাজ্ব মাওলানা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক গাজী মনিরুল ইসলাম, ভরপাশা ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা নুরুল হক।
ভরপাশা ইউনিয়ন সহসম্পাদক ভিলেজ ডাঃ অসীম কুমার খাসকেল। সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক পল্লী চিকিৎসক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা গ্ৰাম ডাঃ কল্যাণ সমিতির সভাপতি শরিফ মিজানুর রহমান মিজান উপস্থিত গ্ৰাম ডাঃ দের উদ্দেশ্য বলেন আমরা বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গনমানুষের স্বাস্থ্য সেবায় কাজ করছি, স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মনে রাখতে হবে এটি একটি মহৎ কাজ, কোনভাবেই ভুল চিকিৎসা ও মানহীন ঔষধ প্রদান করে এই মহৎ পেশাকে কলুষিত করা যাবে না। কেননা এই মহান পেশায় কাজ করে সৃষ্টি কর্তার সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে।
শরিফ মিজানুর রহমান মিজান মানসম্মত উন্নত চিকিৎসা সেবা পেতে ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নিতে বাকেরগঞ্জ ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতা নিতে সাধারণ মানুষকে পরমর্শ দিতে গ্ৰাম ডাক্তারদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন খান মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত গ্ৰাম ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে বলেন বাকেরগঞ্জ ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে বিভিন্ন রোগের উপর দেশে বিদেশে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ নেয়া বিশেষজ্ঞ চিকিৎসকগন , ও রয়েছে আধুনিক ও মানসম্পন্ন পরীক্ষাগার ও যুগোপযোগী যন্ত্রপাতি, রয়েছে ডিজিটাল এক্সরে, ইসিজি মেশিন, ও প্রসূতি মায়ের সিজার অপারেশনের আধুনিক অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসক।
বাকেরগঞ্জ উপজেলা ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে সার্বক্ষণিক আবাসিক মেডিকেল অফিসার।
তিনি বলেন, ব্যাবসা নয় সেবাই আমাদের লক্ষ্য, তাই আসুন আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পেতে পরিবারের সদস্যদের নিয়ে আমাদের ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। মতবিনিময় সভায় উপস্থিত গ্ৰাম ডাক্তারদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানুষের শরীরের বিভিন্ন রোগ সম্পর্কে ও ঔষধ প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন ভিলেজ ডাঃ ও রঙ্গশ্রী সভাপতি ডাঃ শফিকুল আজম।