মান্দায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৯:৩৯

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর কর্মসূচির আওতায় বজ্রপাতে নিহত জিল্লুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আইয়েস উদ্দিনের ছেলে কৃষক জিল্লুর রহমান (৪০) বাড়ির পাশে একটি মাঠে শুকানো ধান জড়াতে গিয়ে  বজ্রপাতে নিহত হন। অপরদিকে শফিকুল ইসলাম নামে একজন আহত হয়েছেন।