চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু

প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৯:৪০

চট্টগ্রাম ব্যুরো
ছবি : যায়যায়দিন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল প্লে কিং বম নামে কেএনএফ সদস্য এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগারের কর্ণফুলী ১৫ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন লাল প্লে বম।

লাল পেলেং কিং বমের (২৭) বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়ায়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, গত বছরের ২৬ ‍জুন থেকে কেএনএফ নেতা লাল পেলেং কিং বম চট্টগ্রাম কারাগারে বন্দি। একই সংগঠনের আরও কয়েকজনের সঙ্গে সে কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে লাল পেলেং হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচণ্ড খিঁচুনি শুরু হয়। তাকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সকালে হাসপাতালে চিকিৎসাধীন একবন্দীর মৃত্যু হয়েছে। তিনি কেএনএফ সদস্য ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ এপ্রিল লাল প্লে বম গ্রেপ্তার হন। একই বছরের ২৬ জুন বান্দরবান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে। তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতি অপহরণসহ ৪টি মামলা রয়েছে। বর্তমানে চট্টগ্রাম কারাগারে ১০০ কেএনএফ সদস্য বন্দি রয়েছেন।