গোবিন্দগঞ্জ উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা 

প্রকাশ | ১৫ মে ২০২৫, ১৯:৫৩

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা  কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। 

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন সরকার, সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাবেক আমীর নুরন্নবী প্রধান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আকরাম হোসেন রাজু, সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ। 

সভায় ট্রাফিক আইন সহ উপজেলার আইন শৃঙ্খলা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।