ডুমুরিয়ায় বিএনপির প্রস্তুতি সভা
প্রকাশ | ১৫ মে ২০২৫, ২০:০৬

আগামী ১৭মে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে খর্ণিয়া, আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসানুজ্জামান মোড়ল।
আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরশাফুল আলম নান্নু ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।
বক্তব্য রাখেন বিএনপির নেতা শেখ ফরহাদ হোসেন, অরুন গোলদার, রুহুল আমীন বিশ্বাস, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, রমেন রায়, হালদার শাহাদাৎ হোসেন, শেখ শাহিনুর রহমান, আরশাফুল ইসলাম, শেখ আবু শাহামা, শেখ কামাল হোসেন, কবির হাসান ডবলু, শেখ মফিজুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, মেরি বেগম প্রমুখ।