পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সভা
প্রকাশ | ১৫ মে ২০২৫, ২০:০৮

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জিউপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কমিটি গঠনকে অবৈধ বলে স্লোগান দিতে থাকে উপস্থিত নেতাকর্মীরা।
বুধবার (১৪ মে) বিকালে নকুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
লুৎফর রহমান মাস্টারের সঞ্চালনায়, উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন।
এসময় প্রধান অতিথি বলেন, জিউপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যে কমিটি দেওয়া হয়েছে তা পুরোপুরি পকেট কমিটি। যারা ওই কমিটি নির্বাচনের সাথে জড়িত তারা বিএনপিকে ভালোবাসে না। এমন বিতর্কিত কমিটি আমরা চাই না। সমস্ত নেতাকর্মীর আকাঙ্খাকে উপেক্ষা করে এই অবৈধ কমিটি দেওয়া হয়েছে।
জেলা ও উপজেলার নেতৃবৃন্দের কাছে দাবি এই অবৈধ পকেট কমিটি বিলুপ্ত করে পুনরায় বিএনপি'র ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
বক্তারা বলেন, জিউপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটি গত মঙ্গলবার (১৩ মে) ঘোষণা করেন ৬ নং জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব তরিকুল ইসলাম। কিন্তু গত মঙ্গলবার কমিটি ঘোষণা করলেও কমিটি অনুমোদনের তারিখ ৮ মার্চ ২০২৫ইং দেওয়া রয়েছে দলীয় প্যাডের তালিকায়।
তারা একক ক্ষমতাবলে রাতের অন্ধকারে ঘরে বসে পকেট কমিটি ঘোষণা ও টাকার কাছে কমিটি বিক্রি করেছেন বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই কমিটি বিলুপ্তি ঘোষণার দাবি জানান নেতারা।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জিউপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আব্দুল জলিল মোল্লা। জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, তাহের উদ্দিন (তারু)। জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, মহিদুল ইসলাম মাস্টার। জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, লুৎফর রহমান (মাস্টার)। জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, শহিদুল ইসলাম (মাস্টার)। বিএনপি নেতা আনছার আলী। এছাড়াও যুব নেতা মোঃ হায়দার আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।