ঘোড়াঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের জেল

প্রকাশ | ১৫ মে ২০২৫, ২১:৪৩

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা সেবনের দায়ে ৪ শিক্ষার্থীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং  অপর এক  শিক্ষার্থীকে অসুস্থ থাকায় ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায়  উপজেলার রানীগঞ্জ নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকসহ  সঙ্গীয় ফোর্সকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।পরে ওই স্থান থেকে গাঁজা সেবনের সময় ৫ শিক্ষার্থীকে হাতে নাতে আটক করে আদালত। 

আটকের পর তাৎক্ষণিক  ভ্রাম্যমাণ আদালত ৪ শিক্ষার্থীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন এবং ১ জন শিক্ষার্থী  অসুস্থ থাকায় ২০০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

আটককৃতরা ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। এরা সকলেই শিক্ষার্থী। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।