সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতির মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশ | ১৬ মে ২০২৫, ১৬:১৮

শরীয়তপুরের ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি প্রত্যয় মাসুদ পারভেজ (মাসুদ ভূঁইয়ার) মৃত্যুতে আজ শুক্রবার (১৬ মে) ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সকাল ১০টার সময় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলের শুরুতে মরহুম মাসুদ পারভেজ (মাসুদ ভূঁইয়ার) স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম সরদারে পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা পৌরসভার সাবেক কমিশনার ও মরহুম মাসুদ ভূঁইয়ার বড় ভাই লাতু কমিশনার।
এছাড়া উপস্থিত ছিলেন, ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মতিউর রহমান, মোঃ মিরাজ সিকদার, নাজমুল সিকদার, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকন, ডামুড্যা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ডামড্যা সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি মোঃ সফিক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ (সেলিম) দপ্তর সম্পাদক মোঃ আবু আলম, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়, মরহুম মাসুদ ভূঁইয়ার বড় ছেলে মাহি ও মরহুম মাসুদ ভূঁইয়ার বন্ধুরা আত্মীয়-স্বজনসহ আরো অনেকে।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ আল মাসুদ। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।