মান্দা ও প্রসাদপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির আংশিক অনুমোদন
প্রকাশ | ১৬ মে ২০২৫, ১৭:৪০

নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল মান্দা ও প্রসাদপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাহী কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। এতে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এ.কে এম নাজমুল হক নাজু এবং যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু যৌথ স্বাক্ষর দেন।
এতে সমঝোতার ভিত্তিতে প্রসাদপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাহী কমিটির সভাপতি হিসেবে প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মন্ডল,সাধারণ সম্পাদক হিসেবে গোলাম হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এরশাদ আলীকে মনোনীত করা হয়েছে ।
অপরদিকে মান্দা ইউনিয়ন বিএনপি’র নির্বাহী কমিটির সভাপতি হিসেবে প্রভাষক এমদাদুল হক,সাধারণ সম্পাদক হিসেবে রুকনোজ্জামান গামা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হামিদুর রহমান শাহানা কে মনোনীত করা হয়।