মান্দায় বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ | ১৬ মে ২০২৫, ১৮:৩০

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর মান্দায় প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওরপাড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন,ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র সভাপিত গোলাম সাকলাইন চারু,সাধারণ সম্পাদক গোলাম নবী কাবুল, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বাবুল হোসেন,সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। 

এর আগে, ভারশোঁ ইউনিয়নের পৈতাপুকুর  আবাসন প্রকল্পে আশ্রয়ণরতদের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিনের নিজস্ব অর্থায়নে টিউবয়েল ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এসময় নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান বাবুল, ইউনিয়ন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,প্রচার সম্পাদক আরজাদ আলী ফিটু, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী বিশু,অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবাদুল হক, সাধারণ সম্পাদক আবু বাক্কার, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বাবু, ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হাতেমসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।