বেপরোয়া গতির অটোরিকশা চাপায় প্রাণ গেল সামিয়ার 

প্রকাশ | ১৬ মে ২০২৫, ২০:৪৭

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মোসা. সামিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৬ মে) পৌনে ৬টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের ইউনিয়নের বরমী- গোসিংগা আঞ্চলিক সড়কের গোসিংগা বাজারে বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোসা. সমিয়া কর্ণপুর গ্ৰামের আব্দুস সাত্তারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। আব্দুস সাত্তার ২ বছর ধরে এখানে থাকেন। আগে ঢাকায় মেলামাইন ও প্লাস্টিক পণ্যের ব্যবসা করতেন। সম্প্রতি বাড়ির পাশে ছোট্ট দোকান দিয়েছেন। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে দয়াল মিয়া নামের একজন জানান, বরমী - গোসিংগা সড়কের গোসিংগা  বাজারে নানির সাথে মরিচ ভাঙাতে গিয়েছিল সে। বাজারে একটি টঙ দোকান থেকে পানি খেয়ে রাস্তা পার হচ্ছিল সে। হঠাৎ একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। অটোরিকশার  সঙ্গে সামিয়ার শরীর আটকে যায়। আটকে থাকা অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশাটি কিছুদূর গিয়ে থেমে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারিক বলেন,' অটোরিকশা চাপায় শিশু মৃত্যুর ঘটনায় এখনও কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'