ডামুড্যা পৌরসভা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ মে ২০২৫, ১০:৫৯

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা ৪নং ও ৫নং কুলকুড়ি বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে)  বিকালে উপজেলার কুলকুড়ি প্রাইমারি স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ডামুড্যা পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ তোফায়েল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ উজ্জ্বল সিকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ মাদবর, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল কাসেম সরদার, ডামুড্যা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোদ্দাসের হোসেন মেহেদী, পৌরসভা আহবায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ সিকদার, নাজমুল সিকদার, উপজেলা ও ডামুড্যা পৌরসভা বিএনপির নেতা কর্মীরা।