মনপুরায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু

প্রকাশ | ১৭ মে ২০২৫, ১২:৫৬

মনপুরা (ভোলা) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

ভোলার মনপুরায় আকস্মিক বজ্রপাতে কৃষকের দুইটি গরুর মৃত্যু হয়েছে।

উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে সর্বস্বান্ত হয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের।

শনিবার (১৭ মে) ভোর সাড়ে ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলাউদ্দিন মাঝির গোয়ালে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা জানান, ভোরে হঠাৎ করে ঝরো হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে মুহুর্মুহু বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হটাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে।

এতে আমার গোয়াল ঘরে থাকা একটি গাই গরু ও একটি বাছুর মারা যায়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক জানান, বজ্রপাতে একই ব্যক্তির দু'টি গরু মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।