নেত্রকোনা জেলা প্রশাসনের মতবিনিময় সভা
প্রকাশ | ১৭ মে ২০২৫, ১৫:০১

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৭ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিনের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন। সভায় অন্যানোর মধ্যে উপস্তিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ।