ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪
প্রকাশ | ১৭ মে ২০২৫, ১৭:৪৪

বকেয়া বেতনের জন্য আন্দোলনে যাওয়ার পথে খুলনার ডুমুরিয়ায় মাহেন্দ্র ও ট্যাংক লরির সংঘর্ষে ইসলামিক ফাউন্ডেশনের দুই শিক্ষক ও মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। এসময়ে ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল পোনে ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গোলনা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়, কয়রা থেকে ৬ জন শিক্ষক একটি মাহেন্দ্র রিজার্ভ করে খুলনার ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় যাচ্ছিলো। ডুমুরিয়া উপজেলাধীন গোলনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরাগামী মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর তেলবাহী লরির সাথে মাহিন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। লরির চাপায় মাহিন্দ্রটি সড়কে দুমড়ে মুচড়ে যায়। এসময় মাহিন্দ্র চালক কয়রার ভান্ডারপোল গ্রামের আলী হোসেনের ছেলে রফিকুল ইসলাম গাজী(৫০) এবং ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কয়রা উপজেলার কুশোডাঙ্গা গ্রামের নুর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ(৪০) ও চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা(৪০) ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া মইনুল ইসলাম গাজী, ইউনুচ মোড়লসহ ৪জন শিক্ষক গুরুতর আহত হয়েছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
থানা অফিসার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ৬জন যাত্রী নিয়ে মাহিন্দ্রটি কয়রা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। নিয়ন্ত্রণহীন তেলবাহি ট্যাংক লরির চাপায় মাহেন্দ্রের চালকসহ ৩জন ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘাতক লরি ও মাহিন্দ্রটি খর্ণিয়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।