আমতলীতে প্রতিপক্ষের হামলায় আহত ৪

প্রকাশ | ১৭ মে ২০২৫, ১৭:৪৮

আমতলী(বরগুনা) প্রতিনিধি
ছবি সংগৃহিত

বরগুনার আমতলীতে গরুতে ঘাষ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চার জন আহত হয়েছে । আহতরা হলেন বাবুল হাওলাদার (৫৫) ,আলি আকবর হাওলাদার  (৬০) সোহাগ হাওলঅদার  (৩২) আমলাউদ্দিন মীর (৪৫) । 

ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধা ৭ টার সময়  আমতলী উপজেলার চাওড়া চলাভাঙ্গা গ্রামে । জানা গেছে  একই গ্রামের সানু মীরার খোলা  মাঠে বাবুল হাওলাদারের গরু ঘাষ খায় ,এ নিয়ে সানু তাকে বাধা দেয় এ নিয়ে দুই জনের মাঝে তর্ক বিতর্কের সৃষ্টি হয় । 

এক পর্যায়ে সানু ঘর থেকে রামদা নিয়ে আসে  এবং সানুর ভাই মোস্তফা ও সানুর দুই ছেলে  আকাশ ও সাগর লাঠি সোটা নিয়ে আসে । সানু নিজে বাবুলের পিঠে রামদা দিয়ে  কোপ দেয় , হাত দিয়ে ফিরাতে গেলে বাবুলের হাতের কবজি কেটে যায় ও পিঠে গুরুতর জখম হয় । বাবুলের ডাক চিৎকার শুনে  তার ভাই ও ভাইয়ের ছেলেরা  এগিয়ে এলে তাদেরকে ও পিটিয়ে  আহত করে । 

আহতদের আমতলী হাসপাতালে ভর্তী করা হয়েছে । আমতলী থানার অফিসার ইন চার্জ মো: আরিফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,; খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি  অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে ।