মুক্তাগাছায় জিংক সমৃদ্ধ ধানের কৃষক মাঠ দিবস পালন

প্রকাশ | ১৭ মে ২০২৫, ১৮:৩০

মুক্তাগাছা (ময়মনসিংহ)প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ময়মনসিংহের মুক্তাগাছায় জিংক সমৃদ্ধ জাতের ধানের কৃষক মাঠ দিবস উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি।

শনিবার দুপুরে খেরুয়াজানী ইউনিয়নের পলশা উচ্চ বিদ্যালয়  মাঠে ১০০ জন কৃষক নিয়ে  কৃষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে জিংক সমৃদ্ধ ব্রিধান ১০০ এর কৃষক মাঠ দিবস উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর এসিও ওয়ার্লড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন,  লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট দীপা রোজারিও,  প্রোগ্রাম অফিসার সান্ত্বনা রানী ঘোষ।