কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশ | ১৭ মে ২০২৫, ১৮:৩৬

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ: ছবি যায়যায়দিন

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর পর বিষপানে নিজে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী মাহবুব আলম টুটুল। 
আজ শনিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত স্ত্রীর নাম রত্না খাতুন (২৫) তিনি একই এলাকার মাহবুব আলম টুটুলের স্ত্রী। 
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর টুটুল নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। 
বর্তমানে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুটুল ওই এলাকার ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুটুলের স্ত্রী রত্না খাতুন জসিম নামে এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন। 
কয়েকদিন আগে পরকীয়া প্রেমিককে ডিভোর্স দিয়ে পুনরায় আগের স্বামী  টুটুলকে বিয়ে করেন রত্না। 
আজ দুপুরে রত্না খাতুন পরকীয়া প্রেমিক জসিমের সঙ্গে মোবাইলফোনে কথা বলার সময় স্বামী মাহাবুল আলম টুটুল তা দেখে ফেলেন। 
এর পর স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রত্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন টুটুল। 
তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রত্না খাতুনকে মৃত ঘোষণা করেন। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, রত্না খাতুন নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের এ ঘটনা।
মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রাখা হয়েছে। 
এ বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।