ফেস্টুন বিলবোর্ড ছেড়ার প্রতিবাদে ফরিদপুর যুবদলের বিক্ষোভ

প্রকাশ | ১৭ মে ২০২৫, ২০:৫৯

ফরিদপুর  প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফেস্টুন, বিলবোর্ড ব্যানার ও পোস্টার ছেড়ার প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দল বিএনপি'র বিভিন্ন ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণের প্রতিবাদে শনিবার দুপুরে দিকে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 

এই উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে  সাক্ষাৎ করেন যুবদলের নেতৃবৃন্দ।
 
ফরিদপুর জেলা যুবদলের  সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলে  উপস্থিত ছিলেন ‌ যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি কাউসার সরদার, জব্বার জমাদার,  মোঃ আরমান হোসেন মইদুল ইসলাম কাকন,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাউসার সর্দার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির প্রমুখ।

এ সময় বক্তারা বলেন " বিএনপি একটি জনপ্রিয় এবং গণতান্ত্রিক দল। গত ১৭ বছর যাবত সংগঠনটি  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‌ দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, দেশে গণতন্ত্রের জন্য জনগণের ভাতের ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে।

বক্তারা বলেন গত এক সপ্তাহ যাবত ফরিদপুরে বিভিন্ন স্থানে ‌ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ফরিদপুরে বিএনপি নেতাদের ব্যানার বিলবোর্ড  ফেস্টুন উচ্ছেদ করা হচ্ছে ‌। আমরা এর তীব্র নিন্দা জানাই। 

বক্তারা বলেন একটি রাজনৈতিক দল কখনোই অপর একটি রাজনৈতিক দলের ব্যানার পোস্টার বিলবোর্ড উচ্ছেদ করার অধিকার রাখে না। তারা এই ঘটনায় এন সি পি এর ‌ নেতৃবৃন্দকে দায়ী করেন । 

বক্তারা বলেন ‌জাতীয়তাবাদী বিএনপিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ‌‌ কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি ব্যক্ত করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে এ ব্যাপারে দৃষ্টি দেয়ার আহ্বান জানান।