পাইকগাছায় নাশকতা মামলার আসামি সুকুমার ঢালী গ্রেফতার
প্রকাশ | ১৭ মে ২০২৫, ২১:০৩

খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা (গোয়াল বাথান) গ্রামের পরিমল ঢালীর ছেলে বৈষম্য বিরোধী মামলার এজাহার নামীয় আসামি নিষিদ্ধ আওয়ামী লীগের পাইকগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী “সুকুমার ঢালীকে” বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সুকুমার ঢালী পাইকগাছা থানার নাশকতার ২২/০৮/২০২৪ তারিখের ৫ নং মামলায় ইজাহার ভুক্ত আসামি।পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, খুলনা পুলিশ সুপারের নির্দেশনায়, পাইকগাছা ডি- সার্কেলের তত্ত্বাবধায়নে ও তার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর আসামিকে শুক্রবার সকালে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।