দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইজিবাইকসহ গ্রেফতার ২
প্রকাশ | ১৭ মে ২০২৫, ২১:৩২

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ইজিবাইক ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দুই মাদক কারবারিকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। আজ শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২ টার সময় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নির্দেশে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের রামনগর-পরাণপুর রাস্তায়।
এসময় কুড়ুলগাছির ফুলবাড়ি গ্রামের নহু নবী গাইনের ছেলে সাইদুর (৩৮) ও কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরের টুটুল (২৩)গ্রেফতার করে।এদের কাছ থেকে ৬ কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত টুটুল ও সাইদুরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।