রূপসায় ইয়াবাসহ আটক ১

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১০:১৬

রূপসা (খুলনা) প্রতিনিধি
আটকৃত সৈয়দ জুলফিকার আলী রিপন (৪৯)

খুলনার  রূপসায় ১ হাজার পিচ ইয়াবা সহ সৈয়দ জুলফিকার আলী রিপন নামে এক ব্যক্তি  আটক হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে। আটক রিপন ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের সৈয়দ হেমায়েত উদ্দীনের ছেলে ।

জানা যায়, শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টায় খুলনা জেলার রূপসা থানাধীন খুলনা ঢাকা মহাসড়কের জাবুসা টোল প্লাজার পূর্ব পাশে ইমাদ পরিবহন নামীয় বাসের মধ্যে তল্লাশি করে সৈয়দ জুলফিকার আলী রিপন (৪৯)'কে আটক করে ।

এ সময় তার নিকট থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।  রিপনের বিরুদ্ধে রূপসা থানায়  মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।