রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১১:৫১

ঈদগাঁও (কক্সবাজার)  প্রতিনিধি
ইয়াবাসহ দুই যুবক আটক। ছবি: যায়যায়দিন

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শনিবার ১৭ মে রাত ৯টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফতেখাঁরকুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত দুরুন নবীর ছেলে মো. কামাল (৩১) এবং একই ইউনিয়নের মধ্যম মেরংলোয়া এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল হুদা (৩২)।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. তায়রীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামির কাছ থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এর মধ্যে কামালের শপিং ব্যাগে টিস্যু ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস এবং নুরুল হুদার প্যান্টের ডান পকেট থেকে আরও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।